সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সখীপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক; সখীপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল তৈলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে সারাদেশ থেকে আসা তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। সকাল সাড়ে ছয়টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য-গবেষণাবিষয়ক সদস্য ও ডেসকোর পরিচালনা বোর্ডের সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানী ঢাকার বিডি রানার গ্রুপের সহযোগিতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য-গবেষণাবিষয়ক সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে ১২ মার্চ টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ম্যারাথন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেন প্রকৌশলী আতাউল মাহমুদ।
বিডি রানার গ্রুপ সূত্র জানায়, গত এক মাস আগে থেকে ম্যরাথন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের নিবন্ধন শুরু হয়। সারা দেশ থেকে তিন শতাধিক রানার নিবন্ধন করলেও আজ ভোর ছয়টায় দুই শতাধিক রানার প্রতিযোগিতায় অংশ নেন। হাফ ম্যারাথন (২১ কিলোমিটার) প্রতিযোগিতা উপজেলার তৈলধারা থেকে শুরু হয়ে ইন্দারজানি-চাটারপাড়া, ইন্দারজানি-গড়বাড়ি, তৈলধারা-মহানন্দনপুর মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয় ও মিনি ম্যারাথন (১০ কিলোমিটার) ওই একই স্থান থেকে শুরু হয়ে তৈলধারা-মহানন্দনপুর, মহিলা কলেজ সড়ক হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। বিডি রানার গ্রপের শতাধিক স্বেচ্ছাসেবক, চিকিৎসক দল, অ্যাম্বুলেন্সসহ প্রতিযোগীদের সেবায় নিয়োজিত ছিল। সকাল সাড়ে ছয়টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য-গবেষণাবিষয়ক সদস্য ও ডেসকোর পরিচালনা বোর্ডের সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত উপস্থিত ছিলেন। এদিকে সকাল ১০টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ভূমি সচিব ইয়াকুব আলী পাটোয়ারী। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী। এসময় প্রকৌশলী আতাউল মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান, সরকারি সাদত কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ, ডাটা সফটের প্রেসিডেন্ট ইয়োগো চন্দ্রিমার প্রতিষ্ঠাতা প্রকৌশলী মনজুর মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন ও সাধারণ সম্পাদক শওকত শিকদার প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img