
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ব্যক্তি উদ্যোগে উপজেলার দুই শতাধিক প্রতিবন্ধীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি উপজেলার বড়চওনা বাজার এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান এ ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে কেয়ার ফর অটিজম এন্ড ডিজএভিলিটিস নামক সংস্থা প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা প্রদান করে। কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, বীরমুক্তিযোদ্ধা খান মোহাম্মদ সেলিম, ব্যবসায়ী ইউসুফ আলী ভূইয়া, সাংবাদিক ইসমাইল হোসেন, স্কুল শিক্ষক আতিকুর রহমান ছমির, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সুমন সরকার. শফিকুল ইসলাম শফী প্রমুখ উপস্থিত ছিলেন।