নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশন-এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩-৫ টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সহকারী নিবার্চন কমিশনার(পৌর সচিব) কামরুল হাসান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩১ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে হুমায়ুন কবির ৪ বারের মতো ২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাভলু মিয়া পেয়েছেন ৫ ভোট। অন্যদিকে ২য় বারের মতো শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মাসুদ রানা পেয়েছেন ৭ ভোট। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাখাওয়াত হোসেন মাহি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
Leave a Reply