গত বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে ‘সখিপুর আমার অহংকার।।’ নামের একটি ফেসবুক পেজ থেকে নানা রকম মিথ্যা ও বানোয়াট তথ্য উপাত্ত এবং অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় করতে বিভিন্ন সরকারি দপ্তরে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। ওইসব অভিযোগে আমার বিরুদ্ধে কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালে একজন দপ্তরী ও নিরাপত্তা কমী নিয়োগের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে। অথচ আমি ওই প্রতিষ্ঠানে সভাপতি নির্বাচিত হয়েছি ২০২০ সালের ২২ জুলাই তারিখে। একইভাবে অন্য একটি অভিযোগে ২০০৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত মুঠোফোন কোম্পানী রবি ও বাংলালিংকের টাওয়ার ভাড়া ও সিকিউরিটির টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে- আমি যদি ২০১৯ সালে ওই বিদ্যালয়ের সভাপতিই না থাকি, সভাপতি হিসেবে ওই টাকা আমার হাতে আসার কোনো আছে কি? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত আদেশ অনুযায়ী ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আমাকে কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ এর আগের মেয়াদের হিসেবের অর্থ আমি কীভাবে আত্মসাৎ করতে পারি? কিন্তু একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে দিনরাত আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি ওইসব হীন মনের মানুষদের নোংরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
-গোলাম কিবরিয়া সেলিম
চেয়ারম্যান, বহুরিয়া ইউনিয়ন পরিষদ,
গভর্নিং বডির সভাপতি, কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয়
সখীপুর, টাঙ্গাইল।
Leave a Reply