
সাইফুল ইসলাম সানি: সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সহোদর ভাইয়ে ভাইয়ে সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হাতিবান্ধা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষ সখীপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগও করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উভয়পক্ষের আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, হাতিবান্ধা গ্রামের মুন্সি আবদুর রশিদের চার ছেলের মধ্যে পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এদের একপক্ষে তিনভাই আবদুল মালেক (৪০), আবদুল আজিজ (৪৫) ও আবদুল আলীম (৪২) এবং অপরপক্ষে বড়ভাই আবদুল হাকীম (৫৫)। বৃহস্পতিবার ভোরে মাত্র ১০ শতাংশ জমি নিয়ে ওই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় দা’-শাবলের আঘাতে বড়ভাই আবদুল হাকীম, তার স্ত্রী মালেকা বেগম ও মেয়ে মাহমুদা আহত হন। এদের মধ্যে মালেকা বেগমের মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় আবদুল হাকীমের মেয়ে মাজেদা আক্তার সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অন্যদিকে, ওই সংঘর্ষে অপরপক্ষের আবদুল আজিজ ও আবদুল আলীম আহত হয়ে হাসপতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আবদুল আজিজের বাম হাত ভেঙে গেছে। পরে আবদুল আজিজের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে সখীপুর থানায় অভিযোগ দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোস্তফা কামাল বলেন, আহতরা সকালেই হাসপাতালে এসেছেন। যাদের শরীরে বেশি আঘাত রয়েছে তাদের ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সখীপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, মূলত পৈত্রিক সম্পত্তি ভাগ নিয়ে ভাইদের মধ্যে বিরোধ। আমরা দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।