নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মাস্ক ব্যবহার না করায় একটি গণপরিবহন ও ১৬ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার জুমার নামাজের পূর্ব মুহূর্তে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একটি বাসে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে এবং ১৬জন পথচারীকে মাস্ক ব্যবহার না করার কারণে মোট ৫ হাজার ২০০টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে। সরকারি নির্দেশনা অনুয়ায়ী প্রত্যেক ব্যক্তিকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। তাই মানুষকে সচেতন করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
-এসবি/সানি
Leave a Reply