বার্তা ডেস্কঃ প্রকৌশলী আতাউল মাহমুদের লেখা ‘স্যরি টু সে উই ডোন্ট ডু দ্যাট পলিটিক্স’ বইটি ইতমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। দেশ ও দেশের বাহিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বইটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। শুক্রবার বিকেলে বইটি নিজ হাতে তুলে দেন মুক্তিযুদ্ধের কিংবদন্তী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দীকির হাতে। আজকের সমাজের প্রচলিত গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন এই বইটিতে। ব্যতিক্রমধর্মী রাজনীতির স্বপ্নের কথা বলা হয়েছে বইটিতে। তার এই বইয়ের অনুস্মরণে বিনির্মাণ হবে আগামী প্রজন্মের রাজনীতির নতুন সংজ্ঞা, এমনটাই প্রত্যাশা করছেন বর্তমান রাজনীতিবিদরা। বইটি সম্পর্কে আতাউল মাহমুদ বলেন, বর্তমান রাজনীতিতে জনগণের আস্থা কম। রাজনীতি সমাজ পরিবর্তনের হাতিয়ার। সুস্থ ধারার রাজনীতির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার আদর্শ অনুসরণ করা প্রয়োজন। গণমানুষের প্রত্যাশা পূরণে রাজনীতির গুণগত পরিবর্তনের কথাই বাংলা লেখায় আমার এ বইয়ে তুলে ধরা হয়েছে।’ উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের লেখা এটি প্রথম বই। তিনি বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ডেস্কো পরিচালনা বোর্ডের সদস্য। কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য।
Leave a Reply