নিজস্ব প্রতিবেদক : সখীপুর উপজেলার জিতাশ্বরী “রেনেসাঁ ছাত্র কল্যাণ সংসদের” উদ্যোগে করোনায় কর্মহীন ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে এ অর্থ পৌঁছে দেওয়া হয়। এ সময় বিভিন্ন গ্রামের ২৫ জন দুস্থ ও অসহায়ের মাঝে ৪শ টাকা করে দেওয়া হয়। সংগঠনটির সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন বলেন, রেনেসাঁ ছাত্র কল্যাণ সংসদ একটি সামাজিক কল্যাণ সংঘটন। সামাজের নানা উন্নয়ন মূলক কাজে আমরা অংশগ্রহণ করে থাকি। এরই ধারাবাহিকতায় করোনাকালে কর্মহীন হয়ে পড়া দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় তাঁরা সংগঠনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply