নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার অর্ধশত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে এ উপহার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাকসুদুল আলম উপস্থিত ছিলেন। জানা যায়, পবিত্র রমজান ও করোনা উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ পৌরসভার মধ্যে ৫০ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। প্রত্যেকে ৫০০ টাকা করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, অর্ধশত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।