সাইফুল ইসলাম সানি: সখীপুরে কিশোরী মেয়েদের হাইজিন কীট বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সখীপুর পৌরসভা চত্বরে বাসা ওয়াশ কোভিড-১৯ প্রকল্পের আওতায় ওয়াটার এইডের সহযোগীতায় কিশোরীদের মধ্যে এসব কীট বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার ৮৪২ জন কিশোরীর মধ্যে এসব কীট বিতরণ হবে। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় কিশোরী মেয়েদের স্বাস্থ্য সচেতন এবং কৈশোরকালীন সময়ে নিজেদের যত্ন সম্পর্কে আলোচনা করা হয়।
বাসা ওয়াশ প্রজেক্টকে ধন্যবাদ জানিয়ে রানু আক্তার (ছদ্মনাম) নামের এক কিশোরী বলেন, কিশোরীদের জন্যে হাইজিন কীট খুবই প্রয়োজনীয় জিনিস। বিনামূল্যে এসব পেয়ে খুব উপকার হলো।
সখীপুর বাসা ওয়াশ প্রজেক্টের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হেলেনা আক্তার বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে পৌরসভার ৮৪২ জন কিশোরীর তালিকা করা হয়েছে। এক্ষেত্রে প্রতিবন্ধী, আদিবাসী এবং দারিদ্র্য জনগোষ্ঠীর কিশোরীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
–এসবি/সানি
Leave a Reply