নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ বাবুল মিয়া (৭০) ও তাসলিমা আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী ও কুতুবপুর এলাকায় পৃথক দু’টি দুর্ঘটনায় এদের মৃত্যু হয়। নিহত বৃদ্ধ বাবুল মিয়া (৭০) বেলতলী এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে এবং তাসলিমা আক্তার (১৭) ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে। জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা বৃদ্ধ বাবুল মিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে একই সড়কের কুতুবপুর এলাকায় ব্যাটারীচালিত অটোভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে তাসলিমা নামের ওই কিশোরী আহত হয়। আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, লাশ দু’টি টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply