নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বেকু দিয়ে সরকারি খাস জমি ও রাস্তা মাটি কাটার অপরাধে ব্যবসায়ীকেবএক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের শিরীরচালা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিল্লাল হোসেন ও মোজাম্মেল হক নামের দুই মাটি ব্যবসায়ীকে পৃথক ভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।আদালত সূত্রে জানা যায়, সরকারি খাস জমি ও জমি ঘেঁষা রাস্তা বেকু দিয়ে মাটি কাটতে ছিলো একটি চক্র। সংবাদ পেয়ে পুলিশ নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জনকে পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সরকারি খাস জমি ও রাস্তা কাটার অপরাধে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply