নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার চাকুরিজীবীদের সংগঠন ” সার্ভিস হোল্ডার এসোসিয়েশন অব কাকড়াজান ইউনিয়ন(SHAKU) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য কৃষিবিদ শহিদুল ইসলামকে (উপজেলা কৃষি অফিসার, অষ্টগ্রাম) সভাপতি ও এস এম শাহ জালাল শাহীকে (প্রভাষক, সরকারি সা’দত কলেজ) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যরা হলেন; সহ-সভাপতি আবু শোয়েব মনির (জোনাল ম্যানেজার, বাংলালিংক) যুগ্ম সম্পাদক এনামুল হাসান (প্রভাষক, ড্রিম মডেল স্কুল এন্ড কলেজ) সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ (প্রভাষক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ)
প্রসঙ্গত; কর্মতৎপরতা বিবেচনায় নিয়ে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।