নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সড়ক দূর্ঘটনায় সরকারি মুজিব কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. জয়নূল আবেদীনের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আট ঘটিকার দিকে উপজেলার বড়চওনা মোটেরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে গ্রীন লাইফ হাসপাতালে নিলে প্রায় দুই ঘটিকার দিকে তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার আড়াইপাড়া গ্রামে।
জানা যায়, অটো ভ্যান যোগে কচুয়া থেকে বড়চওনা যাওয়ার পথে একটি সিএনজি’র সাথে সংঘর্ষ হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয় যাওয়া হয়। পরে তাঁকে গ্রীণ লাইফ প্রইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ছিলেন। তাঁর প্রথম নামাজে জনাজা সরকারি মুজিব কলেজে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। দুপুর দুই ঘটিকার সময় কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।