
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে পবিত্র ঈদ-উল ফিতর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির উদ্যোগে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটির বিএএফ শাহীন কলেজ মাঠে ১২৬ জন এতিম শিশুর হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী ও খাদ্য সামগ্রী হিসেবে দুই ধরনের চাল (সাধারণ ও পোলাও), ডাল, চিনি, লবণ, পেঁয়াজ, আলু ও মাংসের মুরগি তুলে দেওয়া হয়।

উপজেলার নলুয়া মোল্লাপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, হাতিবান্ধা মাওলানা পাড়া শিশু পরিবার ও এতিমখানা, গড়গোবিন্দপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, কচুয়া হযরত যায়েদ বিন সাবেত (রা:) মাদরাসা ও এতিমখানা, জামিয়া আশরাফিয়া মাদরাসা ও এতিমখানা, এমদাদুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও শিশুরা এসব উপহার সামগ্রী গ্রহণ করেন।
এর আগেও বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির পক্ষ থেকে স্থানীয় ৫০০জন দুস্থ অসহায় মানুষকে করোনা কালীন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
এসময় বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর কাজী মাজহারুল করিম (বিএসপি, বিইউপি, এনডিইউ, এনডিসি, এসিএসসি, পিএসসি), অধিনায়ক রক্ষণাবেক্ষণ শাখার গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম, প্রশাসনিক শাখার অধিনায়ক উইং কমান্ডার গোলাম হোসাইন, পরিচালন শাখার অধিনায়ক উইং কমান্ডার মির্জা নাজমুল কবিরসহ ঘাঁটির উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
হাতিবান্ধা মাওলানা পাড়া শিশু পরিবারের সদস্য শিশু নাজিম উদ্দিন বলেন, ঈদের আগে নতুন জামা-কাপড় পেয়ে খুব ভালো লাগছে।
এয়ার কমডোর কাজী মাজহারুল করিম বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
–এসবি/সানি