সখীপুরে ডিএসএফ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম (ডিএসএফ) প্রকল্পের একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম (ডিএসএফ) প্রকল্পের কালিয়া ও কাকড়াজান ইউনিয়ন কমিটি এবং কমিউনিটি লিডারদের নিয়ে এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

ওরিয়েন্টেশনে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ দুই ইউনিয়নের মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম (বিএসএফ) প্রকল্প কমিটির সদস্য ও কমিউনিটি লিডারগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ডিএসএফ স্কীম প্রকল্পের মাধ্যমে উপজেলার গর্ভবতী মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়।

 

এসবি/সানি

Author: sp-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *