নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আব্দুল্লাহ খান নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কালিয়ান খান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার প্রবাসী সজীব খানের ছেলে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে সড়ক ঘেঁষে মাটি কেটে কে বা কারা এক গর্ত সৃষ্টি করে। সেখানে বৃষ্টির পানি জমে ছিলো। ভোর বেলায় সেই পানিতে ডুবে আব্দুল্লাহ খান নামের এক শিশুর মৃত্যু হয়। শিশুটি সকালে স্থনীয় একটি কোচিং সেন্টারে যেতে ছিলো বলে স্থানীয়রা জানায়। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাসুদ খান জানায়, সকাল ৯.৪০ মিনিটের সময় হাসপাতালের জরুরি বিভাগে পানিতে ডুবে মারা যাওয়া চার বছরের একটি শিশুকে নিয়ে আসে তার স্বজনরা। শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে।
Leave a Reply