
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান, উপজেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম খান, আদর্শ খামারি আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, পাখি, ভেটেরিনারি ওষুধ ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন প্রকারের ৫০টি স্টল স্থান পায়।
–এসবি/সানি