নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমুখ বক্তব্য দেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, জুনিয়র কনসালটেন্ট শাহিনুর আলম, আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হাসান, মাসুদ খান, সেবাগ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাফলুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply