শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeসখীপুরসখীপুরে মুক্তিযোদ্ধা সন্তানের উপর নিযার্তনের বিচার চেয়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সখীপুরে মুক্তিযোদ্ধা সন্তানের উপর নিযার্তনের বিচার চেয়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

- Advertisement -spot_img

নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপু‌রে মু‌ক্তি‌যোদ্ধার মে‌য়ে রু‌মি আক্তা‌রকে শারী‌রিক ও মান‌সিকভা‌বে নির্যাতন করায় স্কুল শিক্ষক স্বামী ‌মিজানুর রহমা‌নের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন কর্মসূ‌চি পা‌লিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকা‌লে স্থানীয় মোখতার ফোয়ারা চত্ব‌রে সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ড এ কর্মসূ‌চি পালন ক‌রে। এ‌তে সখীপুর পৌরসভার মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু হা‌নিফ আজাদ সা‌বেক কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা এম ও গ‌ণি, বীর মু‌ক্তি‌যোদ্ধা ই‌দ্রিস শিকদার, বীর মু‌ক্তি‌যোদ্ধা সাইদুর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধা এসএম আবদুল্লাহ মিয়া মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমা‌ন্ডের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত: লাঙ্গু‌লিয়া উচ্চ বিদ্যাল‌য়ের শিক্ষক মিজানুর রহমান তার স্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা আবদুল মান্না‌নের মে‌য়ে রু‌মি আক্তা‌রকে যৌতু‌কের জন্য নির্যাতন ক‌রে। এ‌তে তার স্ত্রী মামলা কর‌লে পু‌লিশ মিজানুর‌কে গ্রেপ্তার ক‌রে আদাল‌তে পাঠায়। এ‌দি‌কে বিদ্যালয়ের স্টাফ কাউ‌ন্সিল মিজান‌কে সাম‌য়িক বরখাস্ত ক‌রে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img