
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ক্ষুদ্র জনগোষ্ঠীর( আদিবাসী কোচ) বিধবা এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাজাইল বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে টাঙ্গাইল শেখ হাসিানা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ( ওসিস) ভর্তি করা হয়েছে। তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ রয়েছে। যৌনাঙ্গেও ক্ষত রয়েছে। ওই নারীর দেবর শ্যামল কোচ জানান, ঘটনার দিন রাত সাড়ে বারটার সময় এলাকার তিন যুবক দিনা সরকার (৪৩), মন্টু চন্দ্র(৩৫) ও সবদুল সরকার(৪০) সদ্যপ অবস্থায় ওই বাড়িতে যায়। পরে দিনা সরকার ওই নারীকে ডেকে বাড়ির পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এপর্যায়ে তার মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে দেয়। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দিনা সটকে পড়ে। আহত ওই নারীকে বৃহস্পতিবার সকালে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহম্মেদ বলেন, ওই নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে জেনে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তিনি বলেন, আহত ওই নারীর যৌনাঙ্গে ক্ষত রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। ক্তক্ষরণও হয়েছে। সখীপুর থানা অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখনো লিখত অভিযোগ করা হয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।