নিজস্ব প্রতিবেদক: সখীপুরের বহেড়াতৈলে স্থানীয় যুবকদের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে “গৌরবে ও বৈচিত্রে বহেড়াতৈল ইউনিিয়ন” নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে ১০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ওই ইউনিয়নের একদল উদ্যমী তরুণ সংগঠনটি পরিচালনা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রিপন আহমেদ তুহিন বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আমরা স্থানীয় ১০০টি পরিবারের মাঝে পোলাও চাল, চিনি, সেমাই বিতরণ করেছি।
সভাপতি খায়রুল ইসলাম সুজন জানান, করোনা মহামারীর এ পরিস্থিতিতে গরীব অসহায় ও শ্রমজীবী মানুষের হাতে এ ক্ষুদ্র উপহার তুলে ধরতে পেরে ভাল লাগছে।
ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনের সাবেক সভাপতি ফজলুল হক, সদস্য মাহিদুল ইসলাম, আবিদ হাসান, জুয়েল রানা, জাকির হাসান, জনি আহমেদ প্রমুখ সদস্যরা উপস্থিত ছিলেন।
–এসবি/সানি
Leave a Reply