শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeসখীপুরসখীপুরে কঠোর অবস্থানে প্রশাসন, নির্দেশনা অমান্য করায় দ্বিতীয় দিনে ৫৫ মামলা

সখীপুরে কঠোর অবস্থানে প্রশাসন, নির্দেশনা অমান্য করায় দ্বিতীয় দিনে ৫৫ মামলা

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ ১৪ দিনের কঠোর লগডাউনের দ্বিতীয়দিনে সখীপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শনিবার সরকারি বিধিনিষেধ না মানায় ৫৫ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা আলাদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার বহেড়াতৈল পর্যটন এলাকায় অপ্রয়োজনে ঘুরতে আসায় এবং নির্ধারিত সময়ের পরেও দোকান খুলে রাখার দায়ে ৫৫ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় ওসি একে সাইদুল হক ভূঁইয়াসহ থানা পুলিশ সহযোগীতা করেন।

এ বিষয়ে ইউএনও চিত্রা শিকারী বলেন, লকডাউন বাস্থবায়নে আমরা কাজ করছি।
সরকারি নির্দেশ অমান্য করে অহেতুক ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করায় জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে সু-রক্ষার জন্য টিকা নেওয়ার জন্য জনসাধারনকে উদ্ধুব্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, সখীপুরে সংক্রমণ এবং
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে যাওয়ায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img