নিজস্ব প্রতিবেদকঃ মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে বিধিনিষেধ বাস্তবায়নে সখীপুরে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহীনি। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ও সহকারী কমিশনার(ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ৯টি মামলায় ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বলেন, করোনাভাইরাস বিস্তাররোধ সারাদেশে কঠোর লকডাউন চলছে। লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা করা হয়েছে।
Leave a Reply