নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সংস্কারের এক সপ্তাহের মাথায় দীর্ঘ দিনের পুরাতন একটি রাস্তা কর্তন করার অভিযোগ উঠেছে। উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার ও শনিবার দুই দিন ধরে ওই গ্রামের মুক্তার আলী ও তার সহোদর আব্দুল মান্নান সড়কটি কাটে বলে স্থানীয়রা জানায়।
সরজমিনে জানা যায়, উপজেলার মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টু বেলতলী বাজার সড়ক থেকে খলিল মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার চলাচল করে আসছে। এক সপ্তাহ আগে ব্যক্তি উদ্দ্যেগে সংস্কার করা হয়। শুক্রবার ও শনিবার রাস্তা ঘেঁসা জমির মালিক মুক্তার আলী ও তার সহোদর আব্দুল মান্নান মিলে রাস্তার প্রায় ২৫০ মিটার করে এক পাশের মাটি কোদাল দিয়ে কেটে দখল করে।
স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাটি চিকন ছিলো। চলাচলে উপযোগী ছিলো না। তাই নিজ অর্থায়নে প্রশস্ত ও সংস্কার করি।
ওই এলাকার স্কুল শিক্ষক খলিলুর রহমান বলেন, কোন ধরণের গাড়ি চলাচল করতে পারে নাই এই রাস্তায়। তাই সকলে মিলে প্রশস্ত করেছিলাম। সেটি কেটে ফেলায় আমরা দুর্ভোগের শিকার।
জমির মালিক মুক্তার আলী জানায়, রাস্তা ঘেঁসা জমিতে সেচ দেয়ার একটি ড্রেন ছিলো। ওই ড্রেনটি মাটি দিয়ে ভরাট করায় ড্রেনের মাটি সড়িয়ে ফেলেছি। কোন রাস্তা কাটি নাই।
কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, রাস্তা সকলের জন্যই কল্যাণকর। যদি কেউ রাস্তা কেটে থাকে এটি ঠিক হয়নি।
Leave a Reply