শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeসখীপুরসখীপুরে লকডাউনের চতুর্থ দিনেও ২৫ হাজার ৫'শ টাকা জরিমানা আদায়

সখীপুরে লকডাউনের চতুর্থ দিনেও ২৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায়

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে কঠোর লকডাউনের চতুর্থ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ মামলায় ২৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। রোববার উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন এ আদালত পরিচালনা করে। অন্যান্য দিনের মত উপজেলায় আজও কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে।
জনগণকে সরকারের বিধিনিষেধ মানাতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতামূলক অবস্থানে ছিল।
উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ অব্যাহত ছিল। লকডাউনে থাকা গৃহবন্দী মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। অপরদিকে স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বিভিন্ন পয়েন্টে আলাদা ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এসময়
নিষিদ্ধ ১০ চাকার ড্রাম ট্রাক অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করায় ২০ হাজার টাকা এবং দণ্ডবিধির ২৬৯ ধারায় ১৩ মামলায় ৫ হাজার ৪০০শত টাকা জরিমানা আদায় করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img