নিজস্ব প্রতিবেদকঃ ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথমদিনে টাঙ্গাইলের সখীপুরে ৩৩ মামলায় ১৭ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বিভিন্ন এলাকায় পৃথক আদালত পরিচালনা করেন। এসময় লকডাউন বিধিনিষেধ না মানায় পথচারী, ব্যবসায়ী ও পরিবহন চালকদের জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, লকডাউন বাস্থবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply