নিজস্ব প্রতিবেদকঃ লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে সখীপুরে ১৮ মামলায় ৪ হাজার ৬শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এবং জেলা প্রশাসক কার্যালয়ের বিজিবির প্যাট্রল টিমের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ুবী পৃথক আদালাত পরিচালনা করেন।
এসময় সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, কঠোর লকডাউনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। করোনাভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান চলমান থাকবে। তাই সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।