নিজস্ব প্রতিবেদকঃ সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে সখীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করার এবং অহেতুক মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করায় ২৬টি মামলায় ৩২ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ও সহকারী কমিশনার(ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।
ইউএনও চিত্রা শিকারী জানান, লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।