নিজস্ব প্রতিবেদকঃ শনিবার সখীপুর উপজেলার জেলাখানা মোড়, বগা প্রতিমা, বহেড়াতৈল ও নকিল বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ২২টি মামলায় ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ও সহকারী কমিশনার(ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা আলাদা আদালত পরিচালনা করেন। অভিযানকালে ম্যজিস্ট্রেটরা মাস্ক বিতরণ এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এবং কঠোর লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
Leave a Reply