নিজস্ব প্রতিবেদক: সখীপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির উদ্যোগে গরীব অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির বিএএফ শাহীন কলেজ মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ২৪৫ জন দুস্থ অসহায়ের হাতে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, চিনি, তেল, সেমাই ও গুড়াদুধ ভর্তি প্যাকেট তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর কাজী মাজহারুল করিম (বিএসপি, বিইউপি, এনডিইউ, এনডিসি, এসিএসসি, পিএসসি) প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী দুস্থদের হাতে তুলে দেন।
এসময় ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখা, প্রশাসনিক শাখা, পরিচালন শাখার অধিনায়ক এবং বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
–এসবি/সানি
Leave a Reply