
নিজস্ব প্রতিবেদকঃ ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তিনটি অক্সিজেন কনসেনটেটর প্রদান করা হয়েছে। শনিবার সকালে ওয়ালটন প্লাজা সখীপুরের ব্যবস্থাপক শাহ আলম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহানের হাতে অক্সিজেন কনসেনটেটর তুলে দেন। অক্সিজেন কনসেনটেটরের মাধ্যমে ভাইরাসে আক্রান্ত রোগীকে কৃত্রিম উপায়ে অক্সিজেন সরবরাহ করা হয়। এসময় সখীপুর বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, জুনিয়র কনসালটেন্ট শাহিনুর আলম, আবাসিক চিকিৎসক নাজমুল হাসান মাসুদ, ডিঅমসের সাংগঠনিক সম্পাদক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।