নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছয়টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। আবুল খায়ের গ্রুপের সহোগিতায় মঙ্গলবার বিকেলে তিনি স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তাদের হাতে সিলিন্ডারগুলো তুলে দেন। সিলিন্ডারগুলোর প্রতিটিতে ৫০লিটার করে অক্রিজেন রয়েছে। সিলিন্ডার প্রদানের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী,জুনিয়র কনসালটেন্ট ডা. শাহিনুর আলম, আবাসিক মেডিক্যাল অফিসার নাজমুল হাসান খান মাসুদ, ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, যুবলীগের যুগ্ম-আহবায়ক আলমাস আজাদ, ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম ,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুপম শাহজাহান জয় বলেন, আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় সখীপুরে ছয়টি ও বাসাইলে চারটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। তিনি বলেন, যতোবার শেষ হবে ততোবার সিলিন্ডারগুলো রিলিফ করে দেবে আবুল খায়ের গ্রুপ।
Leave a Reply