নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে ১৬১ সদস্য বিশিষ্ট কালিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কচুয়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মোকছেদ আলীর ছেলে শাহিনুজ্জামান শাহিনকে আহবায়ক ও আবদুল হালিম সরকারের ছেলে নাজমুল হাসান শাওনকে সদস্য সচিব করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। এসময় উপজেলা শাখার সভাপতি জাহিদ ইকবাল জাহাঙ্গীর, সদস্য সচিব শরীফুল হক মোজাম্মেল, যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সখীপুর উপজেলা কমান্ডের সভাপতি জাহিদ ইকবাল জাহাঙ্গীর বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানেরাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ধারণ করে বড় হয়েছে। সেই চেতনা ও ইতিহাস রক্ষায় তাঁরাই সক্রিয় ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে কমিটি দেওয়া হবে।