
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মূল নায়ক জিয়াউর রহমান। শুধু তাই নয় যারা এই ঘৃণ্য হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের পুরস্কৃত করেছেন। ইনডেমিনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে আইন করে হত্যাকান্ডের বিচার বন্ধ করেছিলেন। সেই খুন জিয়ার দল বিএনপি’র রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকতে পারেনা। রবিবার সন্ধ্যায় সখীপুর পৌরসভা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, সখীপুর থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূঁইয়া, আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার বীর মুক্তিযোদ্ধা এমও গণি প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথি বলেন, খালেদা জিয়া ও দুর্নীতির বরপুত্র তারেক রহমান ২১ আগস্ট মানবতার মা বিশ্বনেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ তাঁকে বাঁচিয়ে রেখেছেন।