নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশন। আজ রোববার সংগঠনটির দাড়িয়াপুর ইউনিয়ন কমিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি সেলাই মেশিন, ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের উপদেষ্টা শফিক শিকদার, শহীদ পাশা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালমান কবির, সহসভাপতি শামীম আল মামুন, খন্দকার হাসান, আনোয়ার হোসেন, খাইরুল ইসলাম, রাকিব সিকদার, নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজারে সেলাই মেশিন তুলে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। ছবি: সখীপুর বার্তা।
দাড়িয়াপুর ইউনিয়ন কমিটির সভাপতি আনিছুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুঠোফোনে জানান, কমিটির বর্ষপূর্তি উপলক্ষে দাড়িয়াপুর ইউনিয়নের হিজল পাড়ার ফজলু মিয়াকে সেলাই মেশিন, চাকলাপাড়া এলাকার একজন দরিদ্র মহিলাকে স্বাবলম্বী করতে ছাগল ও ১নং ওয়ার্ডের শামীম মিয়া নামের একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম ও সভাপতি তারেক কিবরিয়া সজীব দাড়িয়াপুর ইউনিয়ন কমিটির বর্ষপূর্তি উপলক্ষে কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply