নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে হয়ে গেলো হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা। বুধবার বিকেল উপজেলার হামিদপুর স্কুল মাঠে “গোল্ডেন মেমোরিজ ক্লাবের” আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সবুজ দল ও লাল দল। হা-ডু-ডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। এ সময় আরো উপস্থিত ছিলেন জেল পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, ওয়ার্ড় আ’লীগের সভাপতি আবুল হোসেন, সখীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, ইউপি সদস্য শাহ আলম মিয়া প্রমুখ। খেলায় লাল দল জয় লাভ করে। পরে বিজয়ী দলের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেয়।
ওই ক্লাবের সভাপতি সিফাত সরকার বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাকে ফিরিয়ে আনতে ও মানুষকে আনন্দ দিতে আমাদের এই আয়োজন। আগামীতে সহযোগিতা পেলে আরো বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে।
উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাগুলোকে ফিরে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। সুন্দর এ আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ।
Leave a Reply