
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে গুড নেইবারস বাংলাদেশের সখীপুর সিডিপি কর্তৃক উপজেলার ১৪৭জন হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কালিয়ানপাড়ায় নিজস্ব ক্যাম্পাসে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রতিজনকে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তৈল এবং দুটি করে সাবান বিতরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মিঞা প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী অসহায়দের হাতে তুলে দেন। এ সময় সখীপুর সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমান, ইউপি সদস্য ওয়াসিম মিয়া, মেডিকেল অফিসার বিদ্যুত চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
–এসবি/সানি