
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে শারিরীক প্রতিবন্ধী মনোয়ার হোসেনকে পূর্ণাঙ্গ বাড়ী করে দিলেন এলাকাবাসী। উপজেলার পশ্চিম প্রতিমাবংকী তালুকদারপাড়া সমাজবাসীর উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয়ে ১৯ হাত একটি টিনসেট ঘর , টিউবয়েল এবং স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, সখীপুর সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান এ বাড়ি ওই প্রতিবন্ধীর কাছে হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এরশাদুল আলম, দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব তালুকদার ঠান্ডু, সমাজসেবক মো. রেজাউল তালুকদারসহ তালুকদারপাড়া সমাজবাসীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে প্রাথমিক উদ্যোক্তা রেজাউল তালুকদার বলেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থ মনোয়ার হোসেনের স্ত্রী সন্তান নিয়ে থাকার মত ঘর ছিল না। বিষয়টি আমার নজরে আসলে আমি তাৎক্ষণিক চাচা কেবিএম খলিলুর রহমানকে অবহিত করি। পরে তার ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার কিছু প্রবাসীর সহযোগিতায় আমরা তাকে একটি পূর্ণাঙ্গ বাড়ি নির্মাণ করে দিয়েছি। তিনি আরো বলেন, আমাদের মত আপনারাও আপনার এলাকার অসহায়, হতদরিদ্র মানুষের দাঁড়াতে পারেন।