নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সড়ক বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে। বড়চওনা-কালিহাতী সড়কের চকপাড়া কাজী আশরাফ সিদ্দিকীর বাড়ি পর্যন্ত পাকা রাস্তার পাশে ২ টি ইউক্লিপটাস গাছ কাটা হয়। পরে গাছগুলো স্থানীয় বিট অফিস উদ্ধার করে। গত বৃহস্পতিবার উপজেলা এলজিইডি অফিস ও বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে কাকড়াজান বিট কর্মকর্তা শাহ আহম্মেদ বলেন, গাছগুলো উদ্ধার করে অফিসে নিয়ে আসা হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৗশলী ফরিদ আহম্মেদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ বিষয়ে কাজী আশরাফ সিদ্দিকী বলেন, সড়কের গাছগুলো চকপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে নজরুল ইসলাম কাটে। পরে আমরা দেখে ফেলায় সে গাছগুলো নিতে পারেনি। এর আগেও সে ওই সড়কের গাছ কাটার চেষ্টা করে।