নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে অভিনব কায়দায় প্রতারণা করে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে ৯টার দিকে ক্রেতা সেজে আসা চুর মোটরসাইকেলটি টেস্ট ড্রাইভ করতে গিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সখীপুর থানায় অভিযোগ করা হয়েছে। মোটরসাইকেলের মালিক রানা হোসাইন জানান, রানার ছোট ভাই জনি তাঁদের টিভিএস ফোর ভি মডেলের (টাঙ্গাইল-ল-১২-৪৩২০) মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দেয়। শনিবার সকালে মির্জাপুর থেকে দুই ব্যক্তি বাইকটি দেখতে আসেন। তাঁদের মধ্যে একজন মোটরসাইকেলটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে চায়, আর শাহীন নামের অপর ব্যক্তি জনির সঙ্গেই অবস্থান করছিলেন। টেস্ট ড্রাইভে যাওয়া লোকটি উপজেলার প্রতিমা বংকী বাজার থেকে সখীপুর অভিমুখে গিয়ে আর ফিরে না আসলে সঙ্গে আসা শাহীনকে জিজ্ঞেসবাদ করা হয়। তিনি জানান, বাইক চালিয়ে নিয়ে যাওয়া ব্যক্তিটি তাঁর আরোহী ছিল মাত্র। তাঁকে সে তাকে ভাড়ায় মির্জাপুর থেকে নিয়ে এসেছেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে লেখিত অভিযোগ পেয়েছি। মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply