নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ অক্টোবর সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সখীপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা আ.লীগ সদস্য শওকত শিকদার বিষয়টি নিশ্চিত করেন। সভায় কেন্দ্রীয় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় কেন্দ্রী আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামছুন্নাহার চাঁপা,
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি প্রমুখ বক্তব্য দেন। ২০১৪ সালে সখীপুর উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বলে দলীয় সূত্র জানায়।