নিজস্ব প্রতিবেদক: জমিয়াতুল মোদার্রেছীন সখীপুর উপজেলা শাখার নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। মাদরাসা শিক্ষক সমিতির বর্তমান কমিটি সদ্য ঘোষিত ওই কমিটিকে গঠনতন্ত্র বিরোধী বলে দাবি করেছে। গত রবিবার সকাল ১০টায় থানা সদর দাখিল মাদ্রাসার অফিসকক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মো. সাইফুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, টাঙ্গাইল জেলা কমিটি কর্তৃক ২০১৯ সালের ২৫ মে মো. সাইফুল ইসলামকে সভাপতি এবং মো. মোশারফ হোসেনকে সম্পাদক করে ৩৭ সদস্যের ৫ বছর মেয়াদে সখীপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। যার মেয়াদকাল শেষ হবে আগামী ২০২৪ সালের ২৫ মে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই গত ২৯ আগস্ট আবুল খায়ের গুলজারীকে সভাপতি এবং আবদুল লতিফকে সম্পাদক করে নতুন একটি কমিটি ঘোষণা করা হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ এবং গঠনতন্ত্র বিরোধী। এ সময় তারা কতিপয় সুবিধাভোগী, স্বার্থবাদী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে দোষারোপ করেন। কতিপয় শিক্ষক নিজেদের স্বার্থ হাসিল এবং জমিয়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছেন বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন থানা সদর দাখিল মাদরাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম। ছবি: সখীপুর বার্তা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, কামালিয়া চালা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হক, চতলবাইদ করটিয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল জাব্বার, মামুদনগর দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম, সহ-সুপার মো. আব্বাছ আলী, বেড়বাড়ী দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ কামরুজ্জামান, চাকদহ দাখিল মাদ্রাসার সুপার মো. হোসেন আলী, শাপলাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মো. সিরাজুল হক, নামদারপুর কামিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক আব্দুস ছবুর, কচুয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আমির হোসেন, থানা সদর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. হুমায়ূন কবির, মো. শামসুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply