নিজস্ব প্রতিবেদক: শেখ কামাল ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সৃষ্টি সংঘ মাঠে স্থানীয় আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ লীগের উদ্বোধন করেন। উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উদ্বোধনী খেলায় সানবান্ধা স্পোটিং ক্লাব মানবসেবা ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে জয় লাভ করে। উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এমও গণি, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম লীগ কমিটির সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। লীগে ১২টি দল অংশ নেবে।
Leave a Reply