নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৮ আসনের মাননীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) বৃহস্পতিবার সখীপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ধোধন করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত যাদবপুর, বড়চওনা ও কালিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এসব উন্নয়নমূলক কাজের উদ্ধোধন করেন। উন্নয়নমূলক কাজের মধ্যে এয়ারপোর্ট নতুন বাজার-রতনপুর বাজার সড়ক উন্নয়ন, (নবারুন হ্যাচারী-অদিতি হ্যাচারী কালিবাড়ী সড়ক), গজারিয়া-শোলাপ্রতিমা সড়ক উন্নয়ন, বড়চওনা-মল্লিকবাড়ী সড়ক উন্নয়ন, কালভার্ট, দেবরাজ বাজার-আড়াইপাড়া বাজার সড়ক উন্নয়ন ও বক্সকালভার্ট কাজের উদ্ধোধন করেছেন। এসব উন্নয়নমূলক কাজের উদ্ধোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান দুলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারী মুজিব কলেজের সাবেক হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তোজাম্মেল হোসেন, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি অধ্যাপক মোসলিমা খাতুন, সাধারণ সম্পাদক রওশন আরা রিতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, জেলা পরিষদের সদস্য খন্দকার কামরুল হাসান, এলজিইডির উপজেলা প্রকৌশলী এসএম হাসান ইবনে মিজান, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, উপজেলা আ.লীগের সদস্য শিবলী সাদিকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন-ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply