নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর থানা চত্বরে আজ সোমবার সকালে ’ওপেন হাউজ ডে ‘র আয়োজন করা হয়। থানা কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া। এসময় বক্তব্য রাখেন, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা কমান্ড কাউন্সিলরের সাবেক কমান্ডার এমও গণি, সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাইফুল ইসলাম শিপলু, প্যানেল মেয়র বিল্লাল হোসেন, পৌর কাউন্সিলর আরজিনা আক্তার, সাজ্জাদ হোসেন, ফজলুর রহমান, আবু সাইদ, ইউপি সদস্য নজরুল ইসলাম ও ওসি(তদন্ত) সাইফুল ইসলাম, আমির হামজা বাদু প্রমুখ।
এসময় বক্তারা মাদক, জুয়া, চুরি ও নানা আইন শৃঙ্খলা বিষয়ক অবনতির তথ্য তুলে ধরেন। এবং সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাকে অনুরোধ জানান।