নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে তিন মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা kindernothilfe (KNH)- Germany এবং বাস্তবায়নকারী সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর প্রোমোটিং চাইল্ড রাইটস্ থ্রু কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিসিআরসিডিপি) প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার পারি প্রকল্প অফিস, সখীপুরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী। এসময় পিসিআরসিডিপি’র প্রোগ্রাম ম্যানেজার, ইউনুস সাংমা, প্রোগ্রাম অর্গানাইজার মলি দত্ত, প্রশিক্ষণার্থী সুইটি আক্তার, প্রকল্পের মনিটরিং এবং চাইল্ড প্রটেকশন অফিসার মি. বিপ্লব দাশ, প্রোগ্রাম একাউন্টেন্ট প্রণয় কুমার উকিল, প্রোগ্রাম অর্গানাইজার লিপা আক্তার, ফিল্ড এ্যানিমেটর উজ্জ্বল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও চিত্রা শিকারী অভিভাবক ও কিশোরীদের উদ্দেশ্যে পরামর্শ মূলক বক্তব্যে বলেন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কে অনেক ধন্যবাদ। কারণ এরা ইউনিয়নের তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের টেকসই উন্নয়নের জন্য যোগ উপযোগী কম্পিউটার শিক্ষা কার্যকর ভূমিকা পালন করেছে। প্রতিটি মেয়েই যেন স্বাবলম্বী হয় সেই চেষ্টা ও ইচ্ছা থাকতে হবে। শুধুমাত্র ফেইজ বুক, ম্যাসেনজার নয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপডেট তথ্য জানা, বিশ্ব সম্পর্কে জানা, দেশে কোথায় কি ঘটছে সে-সম্পর্কে প্রত্যকেই প্রত্যেকের অবস্থান থেকে জানতে হবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। অনুষ্ঠানশেষে ৯ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
Leave a Reply