সখীপুরে “দানবীর” শেখ হায়েত আলী সরকারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখীপুরের সদর উপ-স্বাস্থ্য কেন্দ্রের একক জমিদাতা, সখীপুরের ঐতিহ্যবাহী অন্যতম বিদ্যাপিঠ সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর – প্রতিষ্ঠাতা ও জমিদাতা “দানবীর শেখ হায়েত আলী সরকার” এর- ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার এ উপলক্ষে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ, কোরআনখানি ও গণভোজের আয়োজন করা হয়। এর আগে কবর জিয়ারতে উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি চিত্রা শিকারি, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন বিএস-সি, সাবেক শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া এবং ছোট ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *