নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ২ টায় উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যলয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি শাজাহান সাজু।
এময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল গনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আবুল হাসেম, ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রাজ্জাক বাবু, জসিম উদ্দিন, আকবর হোসেন, রাজ্জাক তালুকদার, কবির হোসেন, আ. মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন,উপজেলা ছত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) খোকন শিকদার, সাধারণ সম্পাদক আ. রহিম প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।