নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মাছ ধরতে গিয়ে কালাম মিয়া (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যে রাতে উপজেলার বহেড়াতৈল নকিল বিলে এ ঘটনা ঘটেছে। সে গোহাইলবাড়ী এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো.হিরু মিয়া জানায়, প্রতিদিনের মতো সংঘবদ্ধ হয়ে মাছ ধরতে যায় কালাম। পানিতে নেমে জাল ফেলার এক পর্যায়ে কালাম হাফিয়ে উঠে এবং অন্যদের ডাকাডাকি করে। এ সময় সহযোগীরা তাকে পানি থেকে উদ্ধার নৌকায় তুলে। এর কিছুক্ষণ পরেই কালাম মারা যায়।
নৌকায় থাকা জুলহাস উদ্দিন বলেন, ঘের জাল দিয়া দুইডা টান দেই। তিন টানের বেলায় কালাম কয় আমার ভালা লাগতেছেনা। বুকের মধ্যে ফাপর নাগতাছে। এর পরেই সে মারা যায়। কালামের ভাই আজহার আলী বলেন, সে জাল দিয়ে সারারাত মাছ ধরতো। দিনের বেলায় কৃষি কাজ করতো। যে কারণে শরীরটা দূর্বল ছিলো। দূর্বলতার কারনেই সে মারা গেছে বলে আমাদের ধারনা। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই এবং কেউ থানায় অভিযোগ করেনি।
Leave a Reply